শিক্ষা কার্যক্রম
শ্রেণি কার্যক্রম ভিত্তিতে
যেখানে মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, একক ও দলগত উপস্থাপনা প্রভৃতি উপাদানের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হবে।
প্রতি পর্বে প্রতি বিষয় ২টি করে পরীক্ষা হবে (১০+১০) | = ২০ নম্বর |
একক ও দলগত উপস্থাপনা | = ০৫ নম্বর |
মৌখিক পরীক্ষা প্রতি বিষয়ে | = ০৫ নম্বর |
উপস্থিতি | = ০৫ নম্বর |
শৃঙ্খলা | = ০৫ নম্বর |
শ্রেণির কাজ | = ০৫ নম্বর |
বাড়ির কাজ/প্রজেক্ট | = ০৫ নম্বর |
পাঠ্য বিষয়ের উপর সার্বিক পরীক্ষা | = ৫০ নম্বর |
মোট | = ১০০ নম্বর |
বিঃদ্রঃ প্রয়োজনে প্রশ্নের ধারা ও মানবন্টন পরিবর্তন হতে পারে।