ভর্তির নিয়মাবলী
- ঢাকার আদাবরে অবস্থিত স্কুলের নিজস্ব অফিস থেকে ও অনলাইনে (www.padakhepschool.com) আবেদন ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে।
- ভর্তির ফরম সংগ্রহের তারিখের পর তিন (০৩) কর্মদিবসের মধ্যে বাবা/ মাকে বিদ্যালয়ে এসে পূরণকৃত ফরম জমা দিতে হবে।
- আবেদন ফরমের সাথে শিক্ষার্থীর ০২ কপি ছবি, জন্ম নিবন্ধন ও পিতামাতার NID সংযুক্ত করতে হবে।
- প্লে গ্রুপ থেকে কেজি পর্যন্ত ভর্তির জন্য জমাকৃত আবেদনপত্রে অভিভাবক (পিতা/মাতা) সহ শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে।
- ১ম থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তির জন্য লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- প্রযোজ্য ক্ষেত্রে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীকে তার পূর্বের বিদ্যালয়ের ছাড়পত্র (T.C) দাখিল করতে হবে (১ম হতে ৫ম শ্রেণি)।
- ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদেরকে নির্ধারিত তারিখের মধ্যে স্কুলের অফিস সময়ে অথবা অনলাইনে ২০০ টাকা জমা দিয়ে ভর্তির ফরম সংগ্রহ করতে হবে। তারপর নির্ধারিত ভর্তির ফি জমা দিয়ে ভর্তির কার্যক্রম শেষ করতে হবে।