উদ্ভাবনের শিক্ষা, মানবিকতার দীক্ষা

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ, শিশুদের অন্তর্নিহিত প্রতিভা বিকাশের মাধ্যমে তাদেরকে আগামীর পৃথিবীর জন্য যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের পদযাত্রা। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং শিশুদের উদ্ভাবনী মানসিকতা, এবং সেই সাথে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীলতা শেখানোর মাধ্যমে আমরা তাদেরকে একটি পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠনে বিশ্বাসী।

আমাদের দক্ষ ও বন্ধুত্বপূর্ন শিক্ষকগণ শিক্ষার্থীদের কেবলমাত্র বিশ্বমানের শিক্ষা প্রদানেই সীমাবদ্ধ থাকেন না। শ্রেণীকক্ষের পাঠদানের পাশাপাশি তারা বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও তারা শিক্ষার্থীদের সাথে নিবিড়ভাবে যুক্ত হোন। খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, গান, নাচ, চিত্রাঙ্কনএর মতো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা শিশুদের স্বকীয়তা ও আত্মবিশ্বাসকে উদ্বুদ্ধ করেন।

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ, সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ও আনন্দঘন পরিবেশে গুনগত মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি শিক্ষার্থী হয়ে উঠবে সৃজনশীল, আত্মবিশ্বাসী, মানবিক এবং সমাজের জন্য দায়বদ্ধ একজন নাগরিক।

বিশ্বমানের সুযোগ সুবিধা নিয়ে আমরা

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ একটি বিশ্বমানের সুযোগ-সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কাঠামোগত পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা প্রদানের পাশপাশি প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব স্বত্তা, ব্যক্তিত্ব ও অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ সাধনে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও কার্যক্রম দ্বারা পরিচালিত। অংশগ্রহণমূলক শিখন প্রক্রিয়ার দ্বারা যেন শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রতিষ্ঠান নিবেদিত ভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পাবে তা নিম্নরুপ:

০১

পরীক্ষার মাল্টিমিডিয়া প্রযুক্তি দ্বারা শ্রেণি কার্যক্রম

০২

‘স্মার্ট বোর্ড’ দ্বারা শিক্ষার্থীদের শিখুন

০৩

সম্পূর্ণ বিদ্যালয়টি শীতাতাপ নিয়ন্ত্রিত

০৪

অভ্যন্তরীন ক্যান্টিন এর সু-ব্যবস্থা

০৫

আর্ন্তজাতিক মানের কম্পিউটার ল্যাব

০৬

‘প্লে জোনে’ আনন্দঘন পরিবেশে শিক্ষা

০৭

স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সার্বক্ষনিক ডাক্তার

০৮

বিজ্ঞান, গণিত ও বিতর্ক ক্লাব

০৯

‘স্মার্ট বোর্ড’ দ্বারা শিক্ষার্থীদের শিখুন

১০

উন্নত প্রযুক্তি সম্পন্ন বিজ্ঞানাগার

১১

শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কমনরুমের সুবিধা

১২

মানসিক স্বাস্থ্য সেবার জন্য কাউন্সিলর

১৩

জীবন ভিত্তিক পাঠদান

১৪

বয়েজ স্কাউট/হলুদ পাখি সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ

Girl image

০১

মাল্টিমিডিয়া প্রযুক্তি দ্বারা শ্রেণি কার্যক্রম

০২

‘স্মার্ট বোর্ড’ দ্বারা শিক্ষার্থীদের শিখন

০৩

সম্পূর্ণ বিদ্যালয়টি শীতাতপ নিয়ন্ত্রিত

০৪

অভ্যন্তরীণ ক্যান্টিন এর সু-ব্যবস্থা

০৫

আর্ন্তজাতিক মানের কম্পিউটার ল্যাব

০৬

‘প্লে জোনে’ আনন্দঘন পরিবেশে শিক্ষা

০৭

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক ডাক্তার

০৮

বিজ্ঞান, গণিত ও বিতর্ক ক্লাব

০৯

মননশীলতার বিকাশে বিশ্বমানের গ্রন্থাগার

১০

উন্নত প্রযুক্তি সম্পন্ন বিজ্ঞানাগার

১১

শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কমনরুমের সুবিধা

১২

মানসিক স্বাস্থ্যসেবার জন্য কাউন্সিলর

১৩

জীবন ভিত্তিক পাঠদান

১৪

বিভিন্ন সংগঠন (ক্লাব) এর কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ

আমাদের বিশেষত্ব

বিশেষ ছাড়

সকল শ্রেণিতে প্রথম ১০জন শিক্ষার্থীকে ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া হবে।

অভিভাবক সেশন

ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগেই তাদের অভিভাবকদের সাথে নিজ নিজ সন্তানদের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে দেশের খ্যাতনামা ও প্রথিতযশা বিশেষজ্ঞ দ্বারা বিশেষ সেশনের আয়োজন করা হবে।

পাঠদান প্রক্রিয়া

বাংলা ও ইংলিশে আলাদা আলাদা ভাবে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। যুগোপযোগী লার্নিং আউট কাম নির্ধারণ পূর্বক শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে এবং শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি শ্রেণি কক্ষে স্মার্ট বোর্ড ও আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করে আনন্দঘন পরিবেশে ডিজিটাল ও অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে শিখন ব্যবস্থা থাকবে।

দক্ষতা উন্নয়ন

আধুনিক শিক্ষা উপকরণ ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, যোগাযোগের দক্ষতা (লেখার, বলার ও উপস্থাপনার দক্ষতা) এবং নেতৃত্ব প্রদানের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করা হবে। এছাড়াও স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে জীবনঘনিষ্ঠ নিয়ম কানুন যেমন- পোষাক পরিচ্ছদ পরিধান ও ব্যবহারের নিয়মাবলী, ম্যানার্স, সঠিক আচরণ, ট্রাফিক রুলস, নিজের ব্যবহার্য জিনিসপত্র গুছিয়ে রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।

শারীরিক ও মানসিক সুস্থতা এবং স্বাস্থ্য সেবা

সার্বক্ষণিক ডাক্তার ও সহায়ক জনবলের মাধ্যমে নিয়মিত সকল প্রকার স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি প্রতি সপ্তাহে প্রাথমিক স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক ক্লাস থাকবে। যেখানে খাদ্যাভ্যাস, মাদক ও ইন্টারনেট ব্যবহারে আসক্তির ক্ষতিকর দিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।

সহশিক্ষা কার্যক্রম

শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতামূলক দক্ষতার বিকাশ ঘটানোর জন্য ক্লাবভিত্তিক বিজ্ঞান ও গণিত চর্চা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা প্রভৃতি বিষয়ক প্রতিদিন একটি করে পিরিয়ড থাকবে। এছাড়াও শিক্ষা সফর এবং জাতীয় দিবস সমূহ পালনের ব্যবস্থা থাকবে।

মূল্যবোধ গড়ে তোলা

নৈতিকতা, সততা, স্বচ্ছতা, ভদ্রতা, সহমর্মিতা, পারস্পরিক সম্মানবোধ, শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য এবং মহান সৃষ্টিকর্তার প্রতি অকৃত্রিম বিশ্বাস ও ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন দক্ষ ও উন্নত চরিত্রবান সুনাগরিক তৈরীর প্রতি গুরুত্বারোপ করা হবে।

পাঠাভ্যাস গড়ে তোলা

সুপরিসর লাইব্রেরিতে বয়স উপযোগী গল্প, বিজ্ঞান চর্চা, ছবি আঁকা, খাদ্যাভাস, খেলাধুলা ইত্যাদি বিষযক বই রাখা হবে। বই পড়ার প্রতিযোগিতার আয়োজন করে পুরস্কারের ব্যবস্থা থাকবে।

মূল্যায়ন পদ্ধতি

দুটি ধারায় ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হবে।

ক) শ্রেণি কার্যক্রম ভিত্তিতে: যেখানে মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, একক ও দলগত উপস্থাপনা প্রভৃতি উপাদানের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হবে।

খ) শ্রেণি কার্যক্রমের বাহিরে অর্জিত দক্ষতা
যেখানে সহশিক্ষা কার্যক্রমসহ নিয়ম-শৃঙ্খলা, ভদ্রতা ও মূল্যবোধ প্রভৃতি উপাদানের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হবে। সহশিক্ষা কার্যক্রমের ইভেন্টসমূহ: খেলাধুলা ও শরীরচর্চা, গণিত চর্চা, ভাষা চর্চা, বিজ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বই পড়ার প্রতিযোগিতা, ইত্যাদি।

উভয় ক্ষেত্রে মূল্যায়িত মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তিসহ সমান সুযোগ দেয়া হবে।

নিরাপত্তা ও যোগাযোগ

প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও নিজস্ব সফটওয়্যার ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিভাবকদের সাথে নিয়মিতভাবে শিক্ষার্থীদের উপস্থিতি, দক্ষতা ও অন্তর্নিহিত সুপ্ত গুণাবলীর বিষয়ে তথ্য আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হবে।

পরিবহন সুবিধা

জরুরী প্রয়োজনীয় ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা থাকবে।

গ্যালারী

আমাদের ঠিকানা